টার্মস এন্ড কন্ডিশনস্ (ভেন্ডর)

১। বাংলাদেশে বসবাসকারী যে কেনো ব্যবসায়ী সহজকেনা.কম ওয়েবপোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন।

২। ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত নিজে নিজে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোনো প্রকার ফি/চার্জ দিতে হবে না। কিন্তু কর্তৃপক্ষের কাছে থেকে রেজিস্ট্রেশন করে নিতে হলে সার্ভিস চার্জ বাবদ অগ্রীম ৳১,০০০/= (এক হাজার মাত্র) টাকা বিকাশ/রকেট/নগদ এ (01552-474030) পেমেন্ট করতে হবে। সে ক্ষেত্রে বিক্রেতার বিস্তারিত তথ্য, পণ্যের ছবি, বর্তমান মূল্য, ছাড়কৃত মূল্য ইত্যাদি মেইল করে পাঠাতে হবে। পণ্যের ছবি অবশ্য্ই 200 x 150 px হতে হবে অন্যথায় তা অপসারণ করা হবে। 

৩। সহজকেনা.কম কর্তৃপক্ষ যথাযথ প্রচার/প্রসারের ব্যবস্থা করবে।

৪। কোনো পণ্যের অর্ডার হলে সহজকেনা.কম কর্তৃপক্ষ নিজস্বভাবে সে পণ্য বিক্রেতার কাছে থেকে সংগ্রহ করে ডেলিভারী ও টাকা সংগ্রহের ব্যবস্থা করবে। এ কাজে ডেলিভারী খরচ কর্তৃপক্ষ ক্রেতার নিকট থেকে সংগ্রহ করবে।

৫। কোনো পণ্যের ‍গুণগত মানের ব্যাপারে ক্রেতার আপত্তি থাকলে তা নিজ খরচে বদল/ফেরতের ব্যবস্থা করতে হবে।

৬। পণ্যের মেয়াদ উত্তীর্ণের সীমার ৬ (ছয়) মাসের কম সময়ের কোনো পণ্য সরবরাহ করা যাবে না।

৭। কোনো প্রতিষ্ঠান/ব্যক্তির বিরুদ্ধে সহজকেনা.কম পোর্টালে সুস্থ ব্যবসায়িক পরিবেশ নষ্টের অভিযোগ এলে এবং তা তদন্ত সাপেক্ষে সত্য বলে প্রমাণ হলে তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে এবং জরিমানা হিসেবে কর্তৃপক্ষের কাছে তার বিক্রিত গচ্ছিত অর্থ সমুদয় বাজেয়াপ্ত করা হতে পারে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।  

৮। বিক্রেতার প্রতিটি বিল থেকে ১০% হারে কমিশন সহজকেনা.কম কর্তৃপক্ষ কেটে রেখে অবশিষ্ট টাকা ডেলিভারীর পরদিন বিক্রেতার নির্দিষ্ট ব্যাংক একাউন্ট জমা দিবে কিংবা বিক্রেতার বিকাশ/রকেট/নগদ এ প্রদান করবে। এক্ষেত্রে বিকাশ/রকেট/নগদ এর কমিশন বিক্রেতাকে বহন করতে হবে।

৯। সহজকেনা.কম ওয়েবপোর্টালে রেজিস্ট্রেশনের অর্থ বিক্রেতা হিসেবে আপনি এখানকার সকল প্রকার টার্মস এন্ড কন্ডিশনগুলোতে স্বেচ্ছায় সম্মত হয়েছেন।